প্রকাশিত: Sat, Dec 16, 2023 9:54 PM
আপডেট: Tue, Jan 27, 2026 8:26 AM

[১]কনকনে শীত আর হিমশীতল বাতাসে চরম বিপাকে উত্তর জনপদের মানুষ [২]সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ১৭ জেলা ১৩ ডিগ্রির নীচে

মুরাদ হাসান: [৩] উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে তীব্রতা বেশি হলেও সারাদেশেই জেঁকে বসেছে শীত। পঞ্চগড় প্রতিনিধি মাহামুদুল হাসান জানান, কনকনে শীত আর হিমশীতল বাতাসে চরম বিপাকে পড়েছেন উত্তর জনপদের মানুষ। বিশেষ করে কৃষি কাজে জড়িত শ্রমিক, চা শ্রমিক, দিন মজুরসহ নিম্ন আয়ের মানুষ পড়েছে দুর্ভোগে।

[৪] তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনু জ্জামান জানান, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

[৫] আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- শ্রীমঙ্গলে ১১ দশমিক ৪, রাজারহাটে ১১ দশমিক ৫, চুয়াডাঙ্গা, সীতাকুণ্ড, সৈয়দপুর, বদলগাছী ও ঈশ্বরদীতে ১২, দিনাজপুরে ১২ দশমিক ২, যশোর, কুমিল্লা, ডিমলা ও রাজশাহীতে ১২ দশমিক ৫, ফেনীতে ১২ দশমিক ৬, গোপালগঞ্জে ১২ দশমিক ৪, বরিশাল ও নিকলিতে ১২ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান